ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

গাজীপুরের দুই মহাসড়কে যানজট 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ৮ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার (৭ জুলাই) রাত থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। অপরদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর ও কালিয়াকৈর হয়ে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত যানজট দেখা দিয়েছে।

এদিকে পর্যাপ্ত গাড়ি না পেয়ে হাজার হাজার যাত্রীকে বৃহস্পতিবার রাতে কাউন্টারগুলো ও সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একই অবস্থা রেল স্টেশনেও।

যারা গাড়ি পেয়েছেন তারাও জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপে করে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন। সুযোগ বুঝে পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন যাত্রীদের কাছ থেকে। 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মানুষের চাপ বেড়েছে। যার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে তারা কাজ করে যাচ্ছেন। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি